Apan Desh | আপন দেশ

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:১২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচলে উদ্ধার

ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়া রাজধানীর উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক কে এম মামুনুর রশিদকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

তুরাগ থানার এসআই সাদিক রহমান জানান, আমরা খবর পেয়ে পূর্বাচন জামে মসজিদ থেকে দুপুর ২টায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নিয়ে যাই। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা হাসপাতালে আসছেন।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, মাওলানা মামুনুর রশীদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে তুরাগ থানার পুলিশ। চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রীর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>মামুনুর রশিদ নিখোঁজের ঘটনায় হাসনাত আব্দুল্লাহর উদ্বেগ

তিনি আরও বলেন, সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কীভাবে নিখোঁজ হন। পরে এ বিষয়ে সংবাদ ব্রিফিং করে জানানো হবে। এরপর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, মামুনুর রশীদের সন্ধান চেয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আজ মানববন্ধন করে তার পরিবার।

মানববন্ধনে ‎মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমি কোথায় গেলে সন্তানদের তার বাবাকে ফিরিয়ে দিতে পারব? আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। ওকে আমি কীভাবে বুঝাব? ‎এ সময় তিনি নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া মানববন্ধনে মামুনের মা-বাবা সন্তানকে জীবিত ফিরে পেতে আকুতি জানান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়