রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকের গুলি ও গানপাউডারের কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন।