Apan Desh | আপন দেশ

‘নির্বাচন পেছানোর চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:২৪, ১৬ আগস্ট ২০২৫

‘নির্বাচন পেছানোর চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে’

ছবি: আপন দেশ

যারা নির্বাচন পেছানোর চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরণের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতন্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।

আরও পড়ুন<<>>কতিপয় রাজনৈতিক দল নির্বাচন চায় না: আহমেদ আযম

তবে নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এ নেতা বলেন, যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।  যারা ভিন্ন রকম যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবও বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে যুব দলের রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, মহানগরের খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়