
শহীদ অফ্রিদি-ইরফান পাঠান
ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশ। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দুদেশের দ্বিপাক্ষীক সিরিজ। তবে বিভিন্ন টুর্নামেন্টে পরস্পরের মুখোমুখি হয়ে থাকে এশিয়ার দুই পরাশক্তি। এছাড়া মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরে কথার লড়াইয়ে মেতে ওঠেন দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা।
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ভারত-পাকিস্তানের লড়াই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এর মাঝেই পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজের ঘটনা সামনে এনেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। সম্প্রতি লাল্লানটপকে দেয়া এক সাক্ষাৎকারে পাক অলাউন্ডার শহীদ আফ্রিদি কুকুরের মাংস খেয়েছে বলে মন্তব্য করেছেন ইরফান পাঠান।
তিনি বলেন, ২০০৬ সালের সফরে করাচি থেকে লাহোর যাচ্ছিলাম আমরা। দুই দল একই ফ্লাইটে ছিল। সেখানে শহীদ আফ্রিদি এসে আমার মাথায় হাত দিয়ে চুল এলোমেলো করে দিয়ে বলল, কেমন আছো বাবু? তুমি আমার বাপ হলে কবে থেকে!!! অথচ বাচ্চার মতো আচরণ করছিল সে নিজেই। সে তো আমার বন্ধু নয়! কিছু কিছু অপমানজনক কথাও বলছিল।
ইরফান পাঠান বলেন, আব্দুল রাজ্জাক তখন আমার সঙ্গে বসে ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, পাকিস্তানে কোন ধরনের মাংস পাওয়া যায়। সে আমাকে নানা ধরনের মাংসের কথা জানাল। তখন আমি জানতে চাইলাম, কুকুরের মাংস পাওয়া যায় কি না। রাজ্জাক অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা বলছো কেন?
আরওপড়ুন<<>>ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা
আমি তখন বললাম, আফ্রিদি তো কুকুরের মাংস খেয়েছে, এজন্য এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে। আফ্রিদি আমার কথা শুনে আর কিছু বলতে পারেনি। সে যদি তখন কিছু বলত, আমি আবার বলতাম, দেখো, আবার ঘেউ ঘেউ শুরু করেছে। কিন্তু সে পুরো ফ্লাইটে আর কথা বলেনি।
উল্লেখ্য, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ইরফান পাঠানের। ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে এবং ২৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলে ২ হাজার ৮২১ রান করার পাশাপাশি ৩০১ উইকেট নিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।
তিন সংস্করণ মিলে পাকিস্তানের বিপক্ষে ৩৬ ম্যাচে ৬৭ উইকেট নিয়েছেন ইরফান। এছাড়া ব্যাট হাতে করেছেন ৮০৭ রান। তবে পাকিস্তান সফরে গিয়ে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তার। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৩৩৯ রান করার পাশাপাশি নিয়েছেন ৪০ উইকেট।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।