Apan Desh | আপন দেশ

কাঠগড়ায় কাঁদলেন ছাগলকাণ্ডের মতিউর, আদালত বললেন ধৈর্য ধরতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ১২ আগস্ট ২০২৫

কাঠগড়ায় কাঁদলেন ছাগলকাণ্ডের মতিউর, আদালত বললেন ধৈর্য ধরতে

ফাইল ছবি।

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জামিন চেয়ে কাঁদলেন ‎ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। কিন্তু জামিন মেলেনি তার।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তার জামিন নামঞ্জুর করেছেন। একইসঙ্গে মতিউরকে ধৈর্যধারণ করতে বলেছেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে করা মামলায় মতিউর রহমানকে আজ আদালতে হাজির করা হয়। তার পক্ষে জামিনের আবেদন করেন মো. ওয়াহিদুজ্জামান জামিন।

আইনজীবীর বক্তব্যের পর আসামি মতিউর নিজে কিছু বলার অনুমতি চাইলে আদালত অনুমতি দেয়। এ সময় তিনি বলেন, আমি কারাগার থেকে দুদককে একটি চিঠি দিয়েছিলাম। আমি আপনাকে এ চিঠিটা দিলাম। আপনি দয়া করে চিঠিটা পড়ে যে আদেশ দেবেন, আমি তা মাথা পেতে নেব।

তিনি আরও বলেন, আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমি এবং আমার স্ত্রী দুজনই কারাগারে। আমার মা প্যারালাইজড। তাকে দেখার কেউ নেই বলে কেঁদে দেন মতিউর।

পরে আবার বলেন, আমাকে জামিন দিন। আমি নির্দোষ, সেটা আদালতে প্রমাণ করব। এ সময় আদালত বলেন, আপনি দোষী বা নির্দোষ, তা এখনই বলা যাবে না। মামলাটি তদন্তাধীন। তাই আপনাকে আরও ধৈর্য ধারণ করতে হবে। এরপর আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত বছরের ০২ জুলাই মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৯ আগস্ট মতিউর, তার দুই স্ত্রী, ছেলেমেয়েসহ পাঁচজনের সম্পদ বিবরণী দুদকে জমা দেন। চলতি বছরের ০৬ জানুয়ারি মামলা করে দুদক। ১৪ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, কোরবানির জন্য ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত নামের এক যুবক। এর পর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এ ছাগলকাণ্ডের জেরে আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, বিলাসী জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়