
ছবি: আপন দেশ
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ’র ছবিযুক্ত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টার সময় ছয় যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন>>>এ দেশে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শোভাযাত্রার আয়োজকরা চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে কয়েকজনকে প্রবেশ করতে দেখে পুলিশকে খবর দেন। এরপর তাদের হেফাজতে নেয়া হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় ঘুরে জে এম সেন হলে গিয়ে শেষ হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।