Apan Desh | আপন দেশ

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১৬ আগস্ট ২০২৫

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২১

সংগৃহীত ছবি

পাকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। শনিবার (১৬ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের বেশিরভাগই উত্তর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র এ প্রদেশেই মারা গেছেন ৩০৭ জন। নিহতদের মধ্যে নারী ১৫ জন ও শিশু ১৩ জন রয়েছেন। অন্তত ২৩ জন আহত হয়েছেন। মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে হঠাৎ স্রোতে ভেসে যাওয়া ও ঘরবাড়ি ধসে পড়ার কারণে। ধ্বংস্তূপ থেকে মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে তারা।    

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় ২ হাজার উদ্ধারকর্মী এখনও ক্ষতিগ্রস্ত ৯টি জেলায় উদ্ধার তৎপরতায় নিয়োজিত আছেন। তবে প্রবল বর্ষণ, ভূমিধস ও রাস্তা ধসে যাওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স পৌঁছে দেয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন>>>‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশ

খাইবার পাখতুনখাওয়ার উদ্ধার সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফায়েজি বলেন, অনেক এলাকায় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা হেঁটেই দুর্গম অঞ্চলে পৌঁছাচ্ছেন। জীবিতদের সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। অনেকে প্রিয়জনের মরদেহ ধ্বংসস্তূপে আটকে থাকার কারণে জায়গা ছাড়ছেন না।

প্রাদেশিক সরকার বুনের, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা ও বাত্টাগ্রামকে দুর্যোগাক্রান্ত এলাকা ঘোষণা করেছে।

এদিকে আবহাওয়া অধিদফতর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে।

পাকিস্তান-শাসিত কাশ্মীরে বন্যায় আরও ৯ জন ও গিলগিট-বালতিস্তানে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আরও পাঁচজনের মৃত্যু হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়