Apan Desh | আপন দেশ

রূপায়ন হাউজিং কেলেঙ্কারিতে ফাঁসলেন দুদক কর্মকর্তা পলাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৩, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ০০:০৪, ১৩ আগস্ট ২০২৫

রূপায়ন হাউজিং কেলেঙ্কারিতে ফাঁসলেন দুদক কর্মকর্তা পলাশ

আহসানুল কবীর পলাশ

রূপায়ান হাউজিং কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন   দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপপরিচালক আহসানুল কবীর পলাশ। তাকে সাময়িক বরখাস্ত করেছে দুদক। 

ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্পের প্লান পাসের অভিযোগ রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের বিরুদ্ধে। দুদকের আমলে নেয়া এ  অভিযোগ তদন্তের দায়িত্ব ছিলেন পলাশ। কিন্তু  তদন্ত প্রতিবেদন সময়মতো  দাখিল না করার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়

সংস্থাটি থেকে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর থেকে তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট নথি বিষয়ক কোনো প্রতিবেদন জমা না দেয়নি তিনি। সময় বৃদ্ধির আবেদনও করেনি। দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

৯ ঋণ খেলাপি-অর্থ পাচারকারীকে দায়মুক্তি দাতা।। দুদকের পরিচালক হলেন সেই নূরুল হুদা !

কমিশনের গত ১৬ জুলাই ২০২৫ তারিখের সভায় ৪৩(১) বিধি মোতাবেক তার চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

আরও পড়ুন <<>> র‌্যাংগসের পাচার ১০ হাজার কোটি টাকা, দুদক ম্যানেজ তিন কোটিতে

এ আদেশ ৬ আগস্ট ২০২৫ থেকে কার্যকর। বিষয়টি সংশ্লিষ্ট মহাপরিচালক, কমিশনার ও পরিচালকগণকে জানানো হয়েছে।
দুদক সূত্রে জানাভাই  গেছে, অভিযুক্ত রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড থেকে বিশেষ সুবিধা গ্রহণ করে ফাইলটি লাল ফিতায় বেঁধে রেখেছিলেন ডিডি আহসানুল কবীর পলাশ। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়