Apan Desh | আপন দেশ

এখন টাকা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৩৭, ১৬ আগস্ট ২০২৫

এখন টাকা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

প্রতীকী ছবি

মেসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানোও যাবে হোয়াটসঅ্যাপ থেকে! জনপ্রিয় এ মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা—হোয়াটসঅ্যাপ পে

এ ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেয়ার সুবিধা দেবে। সহজ ভাষায় বললে, আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে?

১. অ্যাকাউন্ট সেটআপ করুন

- প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যান

- আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করুন

- ইউপিআই আইডি ও পিন সেট করুন

২. টাকা পাঠানো

- যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন

- Payment অপশনটি চাপুন

- টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন

৩. টাকা গ্রহণ করা

- যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে

- টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে

নিরাপত্তা কেমন?

হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে ইউপিআই পিন, যা শুধু আপনি জানেন। এ ছাড়া পুরো লেনদেনটি এন্ড-টু-এন্ড (End to End) এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে—যেমনটা আপনার মেসেজে থাকে।

হোয়াটসঅ্যাপের এ সহজ ফিচারটি আপনার দৈনন্দিন লেনদেনকে অনেক মসৃণ করে তুলতে পারে—তাও আবার আপনার সবচেয়ে ব্যবহৃত চ্যাট অ্যাপ থেকেই!

এ সুবিধাটি প্রথম চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে। আর এ সময়ের মধ্যেই এটি ভারতের ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র ওপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছে, ফলে এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়