Apan Desh | আপন দেশ

শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকী, শোক জানিয়ে যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ১৫ আগস্ট ২০২৫

শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকী, শোক জানিয়ে যা বললেন তারকারা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে প্রাণ হারান। মহান এ নেতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে দেশের শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে বার্তা দিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, বিনম্র শ্রদ্ধা।

অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, বিনম্র শ্রদ্ধা।অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত বছরের শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে একই বার্তা জানিয়েছেন।

অভিনেতা আরশ খান লিখেছেন, সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।

আরওপড়ুন<<>>কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার

ইরফান সাজ্জাদ লিখেছেন, আমি কোনো দল করি না। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা। বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে জাহের আলভী বলেছেন, কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন বঙ্গবন্ধুর একটি উক্তি শেয়ার করে লিখেছেন, কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি। কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে। বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।

মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।

ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা দীর্ঘ পোস্টে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি... তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়