
আইয়ুব বাচ্চু। ফাইল ছবি
বাংলাদেশের ব্যান্ডসংগীত জগতের কিংবদন্তী ও গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ (১৬ আগস্ট))। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেন বিখ্যাত এ সংগীত শিল্পী। বেঁচে থাকলে আজ (শনিবার) আইয়ুব বাচ্চু ৬৩ বছরে পা রাখতেন।
আইয়ুব বাচ্চু ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে দেশের ব্যান্ডসংগীতকে নতুন মাত্রা দিয়েছেন। তার গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’ গানগুলো আজও অমর হয়ে আছে।
আরওপড়ুন<<>>অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নয়া মানুষ’
একক শিল্পী হিসেবে ‘রক্তগোলাপ’ ও ‘ময়না’ অ্যালবামের মাধ্যমে অসাধারণ সফলতা পেয়েছেন কিংবদন্তী এ ব্যান্ডশিল্পী । এলআরবি’র ১৯৯২ সালের ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’ এবং ১৯৯৩ সালের ‘সুখ’ অ্যালবাম চিরসেরা হিসেবে সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে।
গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক একাধারে বহুমুখী প্রতিভা হিসেবে আইয়ুব বাচ্চু শুধু তারকা ছিলেন না, সাধারণ মানুষের কাছে কাছের মানুষও ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ভালো মানুষ হয়ে বাঁচতে। আজও তার রেখে যাওয়া সুর, গান ও রূপালী গিটার কোটি কোটি ভক্তের জন্য হয়ে আছে অনুপ্রেরণা ও স্মৃতি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান গিটার ও সুরের জাদুকর আইয়ুব বাচ্চু।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।