Apan Desh | আপন দেশ

চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১৬ আগস্ট ২০২৫

চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

ছবি: আপন দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামে এক প্রবাসীর হাতের কবজি কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি।

শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।

রিদনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

হামলার শিকার মো. সালাউদ্দিন ওরফে রিদন চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার প্রবাসী লাকী বেগমের ছেলে।

ভুক্তভোগীর মামা আব্দুল কাদের অভিযোগ করে বলেন, রিদন তার মায়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা চাকরি করে। এক বছর আগে তিনি দেশে আসেন। আগামী সেপ্টেম্বর মাসে তার নতুন করে কাতার যাওয়ার কথা ছিল। বর্তমানে রিদনের মা দক্ষিণ আফ্রিকা রয়েছেন। ৩-৪ মাস আগে রিদন তাদের আলীপুর গ্রামের কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করেন। ওই সম্পত্তি বিক্রি করায় স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ,জাকের রিদনের কাছে চাঁদা দাবি করে আসছে। রিদন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ এড়াতে রিদন তার মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন।

আরওপড়ুন<<>>চাকরি দেয়ার নামে প্রতারণা, ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

তিনি অভিযোগ করে আরও বলেন, শনিবার সকালে রিদন মোটরসাইকেলযোগে ভাড়া বাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে চৌমুহনী পৌরসভার চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে গেলে সন্ত্রাসীরা রকি, সোহাগ, রাহাত, ফাহাদসহ তাদের সাঙ্গপাঙ্গরা পতরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা রিদনকে এলাপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি ও হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে।  এ সময় সন্ত্রাসীরা রিদনের সঙ্গে থাকা ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা রিদনের চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। অভিযুক্ত রকি, সোহাগ, রাহাত, ফাহাদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন রিদনের মামা।

অভিযোগের বিষয়ে জানতে রকি, সোহাগ ও রাহাতের  মুঠোফোনে কল দেয়া হলেও সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভুক্তভোগী পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়