Apan Desh | আপন দেশ

চুম্বন দৃশ্যের ‘বীভৎস’ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৬ আগস্ট ২০২৫

চুম্বন দৃশ্যের ‘বীভৎস’ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

সোফি টার্নার

চুম্বন দৃশ্যে নিয়ে নিজের ‘বীভৎস’ অভিজ্ঞতার কথা সম্প্রতি জানিয়েছেন বিখ্যাত হলিউড মুভি ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার। এ অভিনেত্রী জানান, নতুন গথিক হরর সিনেমা ‘দ্য ড্রেডফুল’-এ সহ–অভিনেতা কিট হ্যারিংটনের সঙ্গে চুম্বনের দৃশ্য শুট করা ছিল তার জীবনের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা। এমনকি দৃশ্যটিকে ‘বীভৎস’ বলেও উল্লেখ করেন টার্নার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মার্কিন টকশো ‘লেট নাইট উইথ সেথ মায়ার্স’-এ হাজির হয়ে সোফি বলেন, সিনেমাটির প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে নিজেই পরিচালক-চিত্রনাট্যকার নাটাশা কারমানিকে কিট হ্যারিংটনের নাম প্রস্তাব করেছিলেন তিনি। এ অভিনেত্রীর ভাষায়, আমার কাছে কিটই ছিল নিখুঁত পছন্দ।

চুম্বনের দৃশ্য নিয়ে এমনিতে সোফি টার্নারের সমস্যা নেই। তবে সমস্যার সূত্রপাত হয় অন্য জায়গায়। আট মৌসুমজুড়ে ‘গেম অব থ্রোনস’-এ তারা অভিনয় করেছেন ভাইবোন-সানসা স্টার্ক আর জন স্নোর চরিত্রে। সিরিজটি ২০১৯ সালে শেষ হলেও, তাদের মধ্যে সে ভাইবোনসুলভ সম্পর্ক আজও অটুট।

আরওপড়ুন<<>>‘ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের ঘেন্না লাগে’

‘গেম অব থ্রোনস’ তারকা জানান, কিট চিত্রনাট্য হাতে পেয়েই তাকে মেসেজ করেছিলেন, হ্যাঁ, আমি করতে চাই, কিন্তু ব্যাপারটা ভীষণ অদ্ভুত হবে। প্রথমে কিছুই বুঝতে না পেরে পরে তিনি চোখ রাখেন চিত্রনাট্যে-যেখানে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের কথা লেখা ছিল। সোফি বলেন তখনই মনে হয়, ওহ, এ তো আমার ভাই!

তবু চিত্রনাট্য এতটাই শক্তিশালী ছিল যে তারা দুজনেই রাজি হয়ে যান। কিন্তু শুটিং সেটে গিয়ে প্রথম চুম্বনের দৃশ্যের সময় দুজনেরই অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। টার্নারের কথায়, আমাদের দুজনেরই বমি পাচ্ছিল। সত্যিই এটা ভীষণ বীভৎস ছিল। সবচেয়ে বাজে অভিজ্ঞতা।

১৫শ শতকের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ড্রেডফুল’ ছবিতে দেখা যায় অ্যান (সোফি টার্নার) ও তার শাশুড়ি মোরউইন একসঙ্গে থাকেন। হঠাৎ তাদের অতীতের এক ব্যক্তি ফিরে আসে, আর সেখান থেকেই অ্যানের জীবনে নেমে আসে বিপর্যয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মার্সিয়া গে হার্ডেন, লরেন্স ও’ফুয়ারাইন ও জোনাথন হাওয়ার্ড। সিনেমাটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়