Apan Desh | আপন দেশ

কতিপয় রাজনৈতিক দল নির্বাচন চায় না: আহমেদ আযম

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ১৬ আগস্ট ২০২৫

কতিপয় রাজনৈতিক দল নির্বাচন চায় না: আহমেদ আযম

ছবি: আপন দেশ

কতিপয় রাজনৈতিক দল নির্বাচন চায়না। সে জন্য তারা নির্বাচনের ঘোষণাকে গ্রহণ করতে পারছে না। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। শনিবার (১৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, কতিপয় রাজনৈতিক দল নির্বাচনের ঘোষণাকে গ্রহণ করতে পারছে না। তারা নানা ধরনের পরিবেশ ঘোলা করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা মনে করি এ ব্যাপারে সরকারের আরও কঠোর হওয়া উচিৎ কঠিন হওয়া উচিৎ। 

বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে। আবার কিছু উপদেষ্টাদের নিয়েও নানান কথা হচ্ছে। তাই দ্রুত নির্বাচন হলে সব সমস্যা কেটে যাবে।

উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনাতনে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়