Apan Desh | আপন দেশ

‘ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের ঘেন্না লাগে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ১৬ আগস্ট ২০২৫

‘ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের ঘেন্না লাগে’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত

হিমাচল প্রদেশ থেকে এসে বলিউডে পাকাপাকি জায়গা তৈরি করেছেন কঙ্গনা রনৌত। অভিনয় ও ছবি পরিচালনার পাশাপাশি রাজনীতিতেও হাতেখড়ি হয়ে গেছে তার। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মন্ডি কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য। ঠোঁটকাটা স্বভাবের এ চিত্রনায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের কাছে সমালোচনার খরাক হন। 

তবে ব্যক্তিগতজীবন নিয়ে খবরে আসেন না অভিনেত্রী। দীর্ঘদিন একাকী থেকে গেছেন তিনি। কোনো সম্পর্কে জড়াননি। বিয়ের প্রসঙ্গেও কিছু বলেননি কঙ্গনা রানাউত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কখনো কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপে ঢুঁ মেরেছেন কঙ্গনা রানাউত?—এমন প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী। যদিও আজকাল সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন অনেকেই। কিন্তু কঙ্গনার কোনো ভরসা নেই এ ধরনের অ্যাপে। বরং ডেটিং অ্যাপের কথা শুনেই ফুঁসে উঠেন অভিনেত্রী। এমনকি ডেটিং অ্যাপকে নর্দমার সঙ্গেও তুলনা করেন তিনি। 

কঙ্গনা বলেন, আমি কখনো ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, আবার কারও শারীরিক প্রয়োজন।

বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ অভিনেত্রী বলেন, আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। সে প্রয়োজনগুলো বোঝা যাবে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এ হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটি খুবই ভয়ানক বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন<<>>মানসিক যন্ত্রণায় কাতর নুসরাত ফারিয়া

কঙ্গনা রানাউত বলেন, যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে কথা বলতেও ঘেন্না লাগে। এতে দ্বিমত পোষণ করেন সঞ্চালক। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, আপনি আসলে কটাক্ষের ভয়ে নিজের মতপ্রকাশ করতে পারছেন না। নিজের ভাইবোনের ব্যাপারেও কি আপনি এমনই ভাবনা রাখেন? 

তিনি বলেন, আমার মনে হয় না, সাধারণ কোনো মানুষ এ ধরনের ডেটিং অ্যাপকে সমর্থন করবেন। যাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তারা ওইসব অ্যাপ ব্যবহার করেন।

শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে আদর্শ সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যম বন্ধন তৈরি করা সম্ভব বলে মনে করেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন। অথবা আপনার বাবা-মাও ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন। 

অভিনেত্রী বলেন, আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন বলে জানান কঙ্গনা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়