
ছবি: আপন দেশ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদপান করা হয়েছে। এ উপলক্ষে পূজা-অর্চনা, ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থানা গেটসংলগ্ন সবুজ চত্বরে পূজা ও প্রার্থনা সম্পন্ন হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আরওপড়ুন<<>>বাকৃবিতে শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই উদ্বোধন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী ও ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।
অনুষ্ঠানে ধর্মালোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায়।
অধ্যাপক অরবিন্দ সাহা বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজকের পূজায় সার্বিক সহযোগিতা দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও এভাবেই আমাদের পাশে থাকবেন।
তিনি আরও বলেন, ভগবান কৃষ্ণ সাম্য, ন্যায়, সত্য ও কল্যাণের বার্তা দিয়েছেন। তার আদর্শ আমাদের জীবনকে আলোকিত করবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।