
প্রতীকী ছবি
বাংলাদেশের নাগরিকদের জন্য আরও বেশি মেডিকেল ভিসা দিচ্ছে ভারত। ১০ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে খুশি ভারতের ব্যবসায়ীরা। কারণ এর ফলে তাদের ব্যবসা আবারও ভালো হবে বলে তারা আশা করছেন।
পর্যটন, চিকিৎসা ও ব্যবসার জন্য প্রতি বছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারতে যেতেন। কিন্তু গত এক বছর ধরে ভিসা পেতে জটিলতা হওয়ায় এ সংখ্যা অনেক কমে গিয়েছিল। এতে করে ভারতীয় ব্যবসায়ীরা বিপদে পড়েছিলেন।
আরও পড়ুন>>>আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক ১৫ আগস্ট
বিশেষ করে কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোরের হাসপাতাল, হোটেল, পরিবহনসহ খুচরা ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছিলেন।
এখন ভিসা নীতি সহজ হওয়ায় ব্যবসায়ীরা মনে করছেন, আবারও আগের মতো অনেক বাংলাদেশি ভারতে যাবেন। এর ফলে তাদের ব্যবসা আবার চাঙ্গা হবে। হাসপাতাল, হোটেল, পোশাক ও খাদ্য সামগ্রীর ব্যবসায়ীরাও একই ধরনের আশা করছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।