
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সবার অঙ্গীকার হওয়া উচিত। বাংলাদেশে ধর্ম, জাতি, বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এ মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (১৬ আগস্ট) পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি—আমরা সবাই বাংলাদেশে সম্প্রীতির সঙ্গে বসবাস করি। এ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ দেশে ধর্ম, জাতি, বা গোত্রের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না।
আরও পড়ুন>>>শুভ জন্মাষ্টমী আজ
সেনাপ্রধান বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। তারা সর্বদা জনগণের পাশে থাকবে। তিনি বলেন, এ দেশ সবার। আপনারা নিশ্চিন্তে এখানে বসবাস করবেন ও সব ধর্মীয় উৎসব উদযাপন করবেন। আমরা সবাই এ আনন্দ ভাগ করে নেব।
তিনি আরও বলেন, জন্মাষ্টমীর এ দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এ উৎসব সবসময় চলবে। আমাদের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা তা প্রদান করব।
পরে তিন বাহিনীর প্রধান প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। পলাশীর মোড় থেকে শুরু হয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।