Apan Desh | আপন দেশ

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ৭০ ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৫৯, ১৬ আগস্ট ২০২৫

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ৭০ ট্রাক আটক

ছবি: আপন দেশ

সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধ পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত ব্যাপক অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে চেকপোস্টে থামিয়ে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে ৭০টি ট্রাক থেকে প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয় হয়। 

পরে পাথরগুলো ধলাই নদীতে ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, উদ্ধার করা পাথরের বড় অংশ ইতিমধ্যে ধলাই নদীতে ফেরত দেয়ার কাজ চলছে, যাতে প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার হয়। পাশাপাশি রাতেই অবৈধ পাথর লুটের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারে জড়িত। সাম্প্রতিক সময়ে এ লুটপাট এত বেড়েছে যে নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে উত্তোলিত সব পাথর উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান চলবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। গতরাত থেকে চেকপোস্টে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়েছে, যার মধ্যে ৭০টির পাথর সাদাপাথর এলাকা থেকে আনা বলে শনাক্ত হয়। সেগুলো পুনরায় নদীতে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়