Apan Desh | আপন দেশ

হজমের সমস্যা কমাতে যেসব অভ্যাস জরুরি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৩৫, ৯ আগস্ট ২০২৫

হজমের সমস্যা কমাতে যেসব অভ্যাস জরুরি

প্রতীকী ছবি

আমাদের জীবনযাত্রার অনিয়ম, ভুল খাদ্যাভ্যাস ও মানসিক চাপের কারণে আজকাল হজমের সমস্যা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হজমের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধ সেবন করেন। তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হজমশক্তি উন্নত করতে কিছু জরুরি অভ্যাস নিয়ে নিচে আলোচনা করা হলো।

পানি খেয়ে দিন শুরু হোক
ঘুম ভাঙলেই অনেকের চা, কফি খাওয়ার অভ্যাস আছে। এর পরিবর্তে দিন শুরু করুন পানি খেয়ে। খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে খেতে পারেন। পুষ্টিবিদদের মতে, হজমশক্তি বাড়াতে যে কোনও ভাবে পানি খেলেই হলো। এতে কোনও সমস্যা হবে না।

স্বাস্থ্যকর নাশতা
সকালের নাশতায় ওটস, বার্লি, চিয়া, ফ্ল্যাক্স ডিড, কলা, আপেল খেতে পারেন। এ খাবারগুলি শরীরের যত্ন নেয়। শরীরে বাড়তি পুষ্টি সরবরাহ করে। সকালে এ খাবারগুলি খেলে শরীর অনেক ফুরফুরে থাকে। 

ফাইবার খান
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে গেলে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন। কিন্তু অনেকেরই ফাইবার সমৃদ্ধ খাবার হজম করতে সমস্যা হয়। তাই রাতে নয়, এ ধরনের খাবার সকালের খাবারে খেতে পারেন। 

আপন দেশ/এমবি
 

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়