
ছবি: আপন দেশ
সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোযা মাহফিল করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল।
সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরফান আলীসহ সিনিয়র শিক্ষকবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, শেকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহিল কাফি, কৃষিবিদ মহতির হাসান অন্তর, কৃষিবিদ মো. মেসবাউল আলম, কৃষিবিদ জিব্রাইল শরীফ, কৃষিবিদ সোআইব ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, কৃষিবিদ মো. ইমরান, মো. তাকরিম, মো. মারুফ হাসান, মো. রবিউল ইসলাম, মো.আতিকুর রহমান, মো. আরাফাত মিরাজ, মো. নাইমুর রহমান নিলয়, মো. সারোয়ার জাহান, মো.ফয়সাল অভি, মো. সোহেল রানা, ইব্রাহিম রাকিব, রাতুল হাসান রুম্মন, মো. সুজন প্রমুখ।
আরওপড়ুন<<>>খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইবিতে দোয়া-বৃক্ষরোপণ
দোয়া ও মিলাদ মাহফিলের শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে গরীব ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এ্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো -অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।