
ছবি: আপন দেশ
বিসিএস শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়কে অন্য বিভাগে মার্জ করার প্রস্তাবের প্রতিবাদে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (১০ আগস্ট) দুপুর ১টায় রাবির প্যারিস রোডে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে শনিবার (০৯ আগস্ট) রাতে জোহা চত্বরে বিক্ষোভ করেন একই বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানকে অন্যান্য বিভাগের সঙ্গে মার্জ করার সুপারিশ করেছে। যা তাদের মতে, রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য ও মর্যাদায় সরাসরি আঘাত। তাদের দাবিগুলো হলো- রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য বজায় রাখা, অন্য কোনো বিভাগের সঙ্গে মার্জ না করা এবং পিএসসি থেকে এ বিষয়ে স্পষ্ট ও লিখিত বিবৃতি।
২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুল বারিক বলেন, পিএসসির ভেতরে কিছু লোক ব্যক্তিগত স্বার্থে এমন ডিপার্টমেন্টের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানকে একীভূত করতে চাইছে, যাদের পাঠ্যসূচির সঙ্গে আমাদের কোনো মিল নেই। এটি সম্পূর্ণ প্রহসনমূলক এবং আমাদের মতামত ছাড়াই গোপনে করা হচ্ছে।
আরওপড়ুন<<>>‘পর্দা’ নিয়ে জবি ছাত্রদল নেতার কটুক্তি, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
তিনি আরও বলেন, লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান মার্জ করা হলে এটি হবে ঠিক ডেন্টালের ডাক্তারকে সাধারণ মেডিকেল চিকিৎসা দেয়ার মতো অযৌক্তিক।
২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন, রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের উচ্চশিক্ষা ও প্রশাসনিক কাঠামোতে একটি স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী শাখা। যার স্বাতন্ত্র্য কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। সাম্প্রতিক সময়ে বিভাগের একীভূতকরণের গুঞ্জন, ষড়যন্ত্র নিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজকিয়া শাওন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত পিএসসি’র এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের একীভূতকরণ করার যে গুঞ্জনের আভাস শোনা যাচ্ছে, এ একীভূতকরণ সম্পূর্ণ অযৌক্তিক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।