Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত সফল: ডা. লকিয়ত উল্লাহ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:২২, ১৪ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত সফল: ডা. লকিয়ত উল্লাহ

ড. মোহাম্মদ ইউনূস ও ডা. লকিয়ত উল্লাহ। 

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ মন্তব্য করেছেন সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য ও বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ। 

তিনি বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হয়েছে।

গত ১২ আগস্ট মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ ও আরও কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী নেতা।

সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হয়। দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডা. লকিয়ত উল্লাহ জানান, এ সফরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আন্তরিকভাবে আহবান জানান। তিনি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও বাণিজ্য খাতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন>>>সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়

এ সফরে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা তাদের ভিসা জটিলতাসহ অন্যান্য সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের জন্য মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানান। এছাড়াও বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। যা প্রবাসী কর্মীদের জন্য সুফল বয়ে আনবে

ডা. লকিয়ত উল্লাহ তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিমের রাজকীয় অভ্যর্থনা ও আতিথেয়তা ছিল বিরল। এর মধ্য দিয়ে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত বন্ধুত্ব ফুটে উঠেছে। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ড. মোহাম্মদ ইউনূসের গুরুত্ব ও মর্যাদা আমরা কাছ থেকে অনুভব করেছি।

সফরে প্রধান উপদেষ্টাকে ইউনিভারসিটি কেবাংসান মালয়েশিয়া (এউকেএম) কর্তৃক প্রদত্ত সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। সামাজিক ব্যবসায় তার যুগান্তকারী অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

এ ঐতিহাসিক সফরে বায়োফার্মা লিমিটেডের অংশগ্রহণ অত্যন্ত সম্মানের বলে জানান ডা. লকিয়ত উল্লাহ। তিনি আরও বলেন, বায়োফার্মা এখন দেশের চাহিদা মিটিয়ে প্রায় ১০০টিরও বেশি দেশে ওষুধ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ঔষধ শিল্পে অবদানের জন্য তিনি নিজেও জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক সম্মাননা পেয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়