
ছবি: আপন দেশ
নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার কার্যকরী কমিটির এক সভা রোববার রাতে (১০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন ও অন্যান্য কাজের জন্য ১১টি উপ–কমিটি গঠন করা হয়।
সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। সমিতির অন্যতম নির্বাচন কমিশনার প্রিন্সিপাল এম. এ মোনায়েম-সহ সভায় ১১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সদ্য প্রয়াত নাসিরনগরের চাতলপাড়ের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। প্রয়াত অধ্যাপক জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সমিতির কার্যনির্বাহী সদস্য সাদেক মোল্লা।
পরে সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যরা পরস্পর পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া প্রয়াত অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের স্মরণ ও দোয়া মাহফিল ঢাবিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচ্যসূচি অনুযায়ী, সভায় নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সাধারণ সদস্য সংগ্রহ অভিযান চালানোর ব্যাপারেও একমত হয় কার্যনির্বাহী কমিটি।
নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার নবগঠিত উপ–কমিটিগুলোতে স্থায়ী কার্যালয় স্থাপন বিষয়ক উপ-কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন সৈয়দ সাফিন আহমেদ ও সদস্যসচিব কামরুল হাসান বাবু। আইনি সহায়তা ও ন্যায়বিচার বিষয়ক উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট এম. আমিনুল ইসলাম মনির ও সদস্যসচিব মুসলিম উদ্দিন চৌধুরী (সোহাগ)। আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক উপ-কমিটির আহবায়ক নূরে আলম খোকন আহবায়ক ও সদস্যসচিব আলী আশরাফ মোল্লা রাজীব। পেশাজীবি তালিকা প্রণয়ন বিষয়ক উপ-কমিটির আহবায়ক মুহাম্মদ শাহনুল করিম সেলিম ও সদস্যসচিব মো. আবুল হাসান চৌধুরী, সাধারণ সদস্য ও আজীবন/দাতা সদস্য সংগ্রহ বিষয়ক উপ-কমিটির আহবায়ক সৈয়দ সাফাৎ মোর্শেদ শুভ ও সদস্যসচিব মো. নাসির উদ্দিন (নাসির)। স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া ও সদস্যসচিব ডা. মাসুক আল মারজান মারুফ। যুবকল্যাণ বিষয়ক উপ-কমিটির আহবায়ক সাইফুল ইসলাম আঙ্গুর ও সদস্যসচিব মোহন মোল্লা। অর্থ উপকমিটির আহবায়ক খন্দকার কাউছার মিয়া ও সদস্যসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম রিয়াদ। অনুষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক উপ-কমিটির আহবায়ক আবু কাওছার ভূঁইয়া ও সদস্যসচিব আলী আশফাক রবিন। শিক্ষা ও উপবৃত্তি বিষয়ক উপ-কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম পারভেজ ও সদস্যসচিব মো. জিয়াউল করিম সুহেল। ছাত্রকল্যাণ বিষয়ক উপ-কমিটির আহবায়ক মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সদস্যসচিব হাফিজুর রহমান খান শিবলী।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।