
প্রবাসী রুবেল
দীর্ঘ এক যুগ ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন রুবেল। স্বজনদের সঙ্গে সময় কাটাতে দেশে ফেরার জন্য ব্যকুল হয়ে পড়েন তিনি। তাই দ্রুত টিকিট কেটে যান কেপটাউন বিমানবন্দরে। বোর্ডিং নিতে দাঁড়ান লাইনে। সেখানেই বুকে ব্যথা শুরু হয় রুবেলের। এরপর ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে বিমাবন্দরের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রুবেলকে মৃত ঘোষণা করেন।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেপটাউন বিমানবন্দরে এ ঘটনা ঘটে। মৃত রুবেল নোয়াখালীর সোনাইমুড়ি থানার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।
আরও পড়ুন <<>>ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপরে
জানা গেছে, এক যুগ আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা এসেছিলেন রুবেল। কাগজপত্রের জটিলতার কারণে তিনি আর দেশে যেতে পারেননি। অবশেষে দেশে যাওয়া মনোস্থির করেন এ প্রবাসী। মঙ্গলবার দুপুর ১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।