Apan Desh | আপন দেশ

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফিরে এলো ৯৮ বাংলাদেশি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ১৬ আগস্ট ২০২৫

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফিরে এলো ৯৮ বাংলাদেশি

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে না পেরে আটকা পড়েছিলেন ৯৮ জন বাংলাদেশি যাত্রী। ঢাকা থেকে ফ্লাইটে পৌঁছালেও দেশটিতে প্রবেশের অনুমতি মেলেনি তাদের। পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।  

শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশীয় সংবাদ সংস্থা বার্নামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়।

অভিযানে মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করে সংস্থাটি। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

একেপিএস এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের একটি ফ্লাইটে এসেছিলেন। সংস্থার ধারণা, দিনের কঠোর তল্লাশি এড়াতেই তারা এমন সময় বেছে নিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, যাত্রীদের অনেকের ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট ছিল না এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণও মেলেনি। তারা পর্যটন ভিসা ব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিলেন বলে ধারণা সংস্থার।

জাতীয় নিরাপত্তা জোরদার ও সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে একেপিএস ভবিষ্যতেও এমন তৎপরতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ও ১৩ আগস্ট প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়