Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থানের বইমেলায় ফ্যাসিবাদপুষ্ট প্রকাশনা! প্রতিবাদ প্রকাশক সমিতির

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ৩১ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থানের বইমেলায় ফ্যাসিবাদপুষ্ট প্রকাশনা! প্রতিবাদ প্রকাশক সমিতির

ছবি : আপন দেশ

বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’। এ মেলা আয়োজন করেছে বাংলা অ্যাকাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলার উদ্দেশ্য—জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরা। শহীদের আত্মত্যাগ স্মরণ করে গণতন্ত্র ও প্রগতির বার্তা ছড়িয়ে দেয়া।

তবে মেলার শুরুতেই বিতর্কের জন্ম নিয়েছে। মেলায় অংশ নিয়েছে কিছু প্রতিষ্ঠান ও প্রকাশনা। যাদের অতীত গণতন্ত্রবিরোধী কার্যক্রমের ইতিহাস আছে। তাদের অনেকেই অতীতে ফ্যাসিবাদী শক্তির পক্ষে কাজ করেছে। তারা এখনো সে চেতনাকে লালন করে চলেছে। এ অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি। 

আরও পড়ুন>>>উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত, মানেনি রাজনৈতিক দলগুলো

এতে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান শহীদদের আত্মত্যাগের স্মারক। এখানে ফ্যাসিবাদের দালালদের কোনো স্থান হতে পারে না।

বিবৃতিতে বলা হয়েছে, যারা এক সময় স্বৈরাচারের প্রচারযন্ত্র হিসেবে কাজ করেছে, তারা এখন গণতান্ত্রিক মেলায় অংশগ্রহণ করছে—এটা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। স্বাধীনতার বইমেলায় যেমন রাজাকারদের জায়গা হতে পারে না, তেমনি গণঅভ্যুত্থানের বইমেলাতেও ফ্যাসিবাদপুষ্ট ও গণবিরোধীর স্থান নেই।

তারা আরও জানিয়েছে, বাংলা অ্যাকাডেমি যেন অবিলম্বে চিহ্নিত বিতর্কিত প্রকাশকদের স্টল বরাদ্দ বাতিল করে। গণমানুষের মেলা যেন দালাল ও বিপথগামীদের আশ্রয়স্থল না হয়।

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—তারা অতীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে, এখনো লড়ছে, ভবিষ্যতেও লড়বে। তাদের অবস্থান—গণতন্ত্র, প্রগতি ও মুক্তচিন্তার পক্ষে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়