Apan Desh | আপন দেশ

চাকরি দেয়ার নামে প্রতারণা,  ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ১৬ আগস্ট ২০২৫

চাকরি দেয়ার নামে প্রতারণা,  ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

ছবি: আপন দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মো.ইয়াসিন হোসেন (২৫) নামে এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় নগদ ১ লাখ ১২ হাজার ৪শ’ টাকা, ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এ তত্য জানান।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরওপড়ুন<<>>সাদা পাথর লুটের ঘটনায় ৫ জন আটক

গ্রেফতার ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেয়ার নাম করে দেড় লাখ টাকা টাকা দাবি করে ইয়াসিন। পরে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তিনি ঢাকায় কর্মরত আছে ওই ছাত্রকে জানান। এছাড়া মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত ছবিও দেখায়। আরিফকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগ দিতে পারবেন বলেও জানান ইয়াসিন। এভাবে প্রলোভন দেখিয়ে দুই ধাপে তার খালাতো ভাই মিরাজসহ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে ওই প্রতারককে আটক করে।

র‌্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমএইচ  
   

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়