Apan Desh | আপন দেশ

গণমাধ্যমের চরিত্র বদলায়নি: আশিক ইসলাম

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৩৬, ১২ আগস্ট ২০২৫

গণমাধ্যমের চরিত্র বদলায়নি: আশিক ইসলাম

বিএনপি-সমর্থক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা

গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও এর চরিত্র এখনো বদলায়নি। দেশ গঠনে সাংবাদিকদের সম্পৃক্ততা যত বাড়বে, সাধারণ মানুষ ততই ভালো কাজে আগ্রহী হবে। এ মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিএনপি-সমর্থক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আশিক ইসলাম বলেন, সাংবাদিকরা যদি বিচক্ষণতার সঙ্গে রাজনৈতিক দল বা সরকারের ভালো-মন্দ কাজের সমালোচনা করেন। তবে দেশ আরও এগিয়ে যাবে। কিন্তু গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও এখনো চরিত্র বদলায়নি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সে দর্পণ যেন অবতল বা উত্তল দর্পণে পরিণত না হয়। যেমনটি আমরা দেখেছি গত ফ্যাসিস্ট ও স্বৈরশাসনামলে।

আরও পড়ুন>>>সবার আগে হাসিনার পালানোর খবর পেয়েছিলেন এএফপির শফিকুল

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, গণমাধ্যমে বিএনপি বরাবরই পিছিয়ে আছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে বিএনপির ভুলত্রুটি বেশি প্রচার করা হয়। অথচ দেশ ও সমাজ গঠনে তাদের কার্যক্রম সেভাবে তুলে ধরা হয় না। বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল হয়, তা যথাযথভাবে মোকাবিলা করা হয় না। বিএনপির নেতারা মনে করেন শুধু খবর প্রকাশ হলেই যথেষ্ট। কিন্তু এর ফলে দলের সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছায় না।

সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, আরটিভির সাংবাদিক মো. মোমিন হোসেন, টাইমস অফ বাংলাদেশের মোশাররফ হোসেন বাবলু, দৈনিক সময়ের আলোর সিটি এডিটর আলমগীর হোসেন, এটিএন বাংলার স্পোর্টস এডিটর পরাগ আরমান, চিফ রিপোর্টার মইনুল আহসান, বিশেষ প্রতিনিধি এস এম আশরাফ, সাপ্তাহিক সাদাকালোর মোহাম্মদ কাশেম, বাসসের জি এম রাজিব হোসেন।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, বাসসের সাবেক সাংবাদিক জহিরুল হক রানা, দিন নিউজ টুডের সম্পাদক মো. আখতার হোসেন মাসুদ, এনটিভির সাবেক সাংবাদিক মো. ইমরুল আহসান জনি, গ্রীন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান, জিটিভির আহমেদ সাগর, ইনকিলাবের মেহেদী হাসান পলাশ, আমার দেশের আবু দারদা জোবায়ের ও চ্যানেল আইয়ের রাহুল রায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়