Apan Desh | আপন দেশ

সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:১৫, ১২ আগস্ট ২০২৫

সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেফতার

সংগৃহীত ছবি

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজার ৭২ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার হয়। 

রোববার (১০ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

বিবৃতিতে জানানো হয়, গ্রেফতাকৃতদের মধ্যে—আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৮৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬২৪ জন, শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হজার ৬১৫ জন।

আরও পড়ুন>>>‌‘ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র’

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপিয়ান, ৩৫ শতাংশ ইয়েমেনি, ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৪৮ জন,আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেয়ায় সৌদি নাগরিকসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়