Apan Desh | আপন দেশ

সফল হতে যেসব অভ্যাস গড়ে তুলবেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৯, ৪ আগস্ট ২০২৫

সফল হতে যেসব অভ্যাস গড়ে তুলবেন

প্রতীকী ছবি

কমবেশি সবাই জীবনে সফলতা চান। এ কারণে অনেকেরই চেষ্টা থাকে মেধা-অধ্যাবসায়ের জোরে কেরিয়ার এগিয়ে নিতে। কিন্তু চাইলেই সবসময় সফলতা ধরা দেয় না। অনেক বাধাবিঘ্ন পেরোতে হয়। কখনও কখনও সামান্য কিছু ছোট ছোট ঘটনা বাধা হয়ে দাঁড়ায় সাফল্যের পথে। কিন্তু অনেকেই হয়তো জানা নেই, কিছু গুরুত্বহীন অভ্যাসেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি। 

১. বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় সকলেই লাইক আর কমেন্টে আসক্ত। অনেকেই আছেন নতুন জামা থেকে শুরু করে গাড়ি-বাড়ি,খাওয়াদাওয়া সব কিছুই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যারা ওই পোস্টে লাইক বা কমেন্ট করেন, তারা কেউ জানেন না পিছনের লুকিয়ে থাকা পরিশ্রম, অধ্যাবসায়। তাই অন্যেকে দেখানোর পরিবর্তে নিজেই নিজের সাফল্যকে উদযাপন করুন। অন্যের প্রশংসা নয়, নিজের উপর ভরসা রাখুন।

আরও পড়ুন>>>গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কাল সংবাদপত্রের অফিস ছুটি

২. অনেকেই প্রশ্ন না বুঝে জবাব দেওয়ার চেষ্টা করেন। কেউ আবার উল্টো দিকের মানুষের কথা না শুনেই প্রশ্ন করতে থাকেন। প্রথমে শুনুন, বোঝার চেষ্টা করুন, তারপর প্রশ্ন করুন বা উত্তর দেবেন।

৩. আপনার কোনও নেতিবাচক আচরণ পরিচিতদের উপর কী প্রভাব ফেলতে পারে, তা আপনার অজানা নয়। তাই বারবার যেকোন তা না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকুন। কোনও পদক্ষেপের আগে তা মনে করে নিন। 

৪. প্রতিযোগিতার এ যুগে প্রথমে নিজের মনের কথা শুনুন। তারপর পদক্ষেপ নিন। একা থাকলে বোর না অনুভব করে ওই সময়টাকে কাজে লাগান।

৫. দিনভরের ব্যস্ততায় অনেকেই আশপাশের অনেক কিছুই খেয়াল করেন না। এটা ঠিক নয়।  চারপাশে কিছু হচ্ছে তা নজরে রাখুন। মনে রাখবেন, আশেপাশের প্রতিটা ঘটনা থেকেই আমাদের কিছু না কিছু শেখার রয়েছে।

৬. নিজের মূল্য বুঝুন। নিজেকে সকলের কাছে খোলাসা করে দেবেন না। যাদের কাছে আপনার গুরুত্ব রয়েছে, তাদের সঙ্গেই মিশুন। বাউন্ডারি তৈরি করুন নিজের স্বার্থে।

৭. সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। মনে রাখবেন, চেষ্টাটুকুই আপনার হাতে, বাকিটা ছেড়ে দিতে হবে ভাগ্যের উপরই।

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়