Apan Desh | আপন দেশ

একাদশে ভর্তি: বিশেষ কোটা নিশ্চায়ণ শেষ হচ্ছে বিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৫৬, ১৬ আগস্ট ২০২৫

একাদশে ভর্তি: বিশেষ কোটা নিশ্চায়ণ শেষ হচ্ছে বিকেলে

ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত আবেদন করেছেন ভর্তিচ্ছুরা। তবে বিশেষ কোটায় (এসকিউ) আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চায়ণ করতে হবে শনিবারের (১৬ আগস্ট) মধ্যে।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে স্পেশাল কোটায় (SQ) আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চায়ন বা অনুমোদন শনিবার বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন<<>>রাবিতে ক্লাস শুরু ১৭ আগস্ট, র‌্যাগিং নিয়ে কঠোর প্রশাসন

নির্ধারিত ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd -এর লগইন প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এসকিউ কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের নিশ্চায়ন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে ১ম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ শুক্রবার রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়