
সাকিব আল হাসান
অবসরের আগেই রাজনীতিতে জড়িয়ে বেকায়দায় রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সবশেষ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়েনে এমপি হয়েছিলেন। তবে খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তারপর থেকেই দেশ ছাড়া এ অলরাউন্ডার।
পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাকিব। শুক্রবার (১৫ আগস্ট) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে পারছেনা দলটি। কারণ কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে দিবসটির কথা ভোলেননি সাকিব আল হাসান। এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ক্রিকেটার তিনি।
আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক এ দলপতি ১৫ আগস্ট, শুক্রবার সকাল ১০ টায় তার ফেসবুকে লাল-কালো ফটো কার্ডে এ শ্রদ্ধা জানান। সেখানে শেখ মুজিব কে ‘জাতির পিতা’ সম্বোধন করে সাকিব ৭৫-এর ১৫ আগস্ট মুজিব ও শেখ পরিবারের নিহত সদস্যদের শহীদ উল্লেখ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক সাকিব আল হাসান গত এক বছর নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলেও আওয়ামী লীগের দলীয় কোনো বিষয়ে মন্তব্য করেননি। দেশে না থাকায় অংশগ্রহণ করতে পারছেন না ক্রিকেটেও।
জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় ২৪ এর একতরফা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-এক আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান। ছাত্রজনতার আন্দোলনে হাসিনা পতনের পর থেকে পলাতক সাকিবের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে এরইমধ্যে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।