যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক ঘিরে বিশ্ববাসীর চোখ ছিল আলাস্কায়। কিন্তু প্রায় তিন ঘণ্টার বৈঠকেও ইউক্রেইন যুদ্ধ থামানোর বিষয়ে সমঝোতা হয়নি। দীর্ঘ আলোচনার পরও অচলাবস্থা কাটেনি, বরং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) বৈঠকের পর ক্লান্ত ও অস্বস্তিকর অবস্থায় ক্যামেরার সামনে হাজির হন ট্রাম্প।