Apan Desh | আপন দেশ

দুপুরে গ্রেফতার, বিকেলে মুক্ত আ.লীগ নেত্রী!

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ১৫ আগস্ট ২০২৫

দুপুরে গ্রেফতার, বিকেলে মুক্ত আ.লীগ নেত্রী!

আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগংকে গ্রেফতারের কয়েক ঘণ্টা মধ্যেই জামিন দিয়েছেন আদালত।

উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বন্দনা চাম্বুগংকে আদালতে সোপর্দ করার পর জামিনের আবেদন করা হয়। 

আদালত জামিন মঞ্জুর করায় ওইদিন বিকেলের মধ্যেই মুক্তি পান ওই আওয়ামী লীগ নেত্রী। বন্দনা চাম্বুগং উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

আরওপড়ুন<<>>খালেদা জিয়ার জন্মদিনে নান্দাইলে বিএনপির দোয়া মাহফিল 

পুলিশ জানায়, একই এলাকার জীবিতা মারাক নামে এক নারী আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার সকালে থানায় মামলা করা হয়। মামলা করার পরপরই বন্দনা চাম্বুগংকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক ও রেড জুলাইয়ের সদস্য সচিব সোহানুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিলেন বন্দনা চাম্বুগং। ২৪ জুলাইয়ের আন্দোলন দমাতে রাজপথে ছিলেন তিনি। অবাক করার বিষয় চাম্বুগংকে আদালত এতো দ্রুত জামিন দিল। অথচ এ আদালতের বিচারকরাই গত ১৫ বছরে গায়েবি মামলায় ছাত্র-জনতাকে বছরের পর বছর কারাভোগ করিয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়