Apan Desh | আপন দেশ

ঝুটের গুদাম-প্লাস্টিক কারখানা পুড়ে ছাই

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১০, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ০৯:১১, ১৬ আগস্ট ২০২৫

ঝুটের গুদাম-প্লাস্টিক কারখানা পুড়ে ছাই

ছবি: আপন দেশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডে ঝুট কাপড়ের গুদাম ও প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার সময় আহাদ কনভেনশন সেন্টারের পাশে ঝুট কাপড়ের টিনশেড গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিকের ভাঙারি কারখানায় ছড়িয়ে পড়ে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শনিবার (১৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে রাতে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। এরপর পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। জুটের গুদাম ও কারখানা ব্যক্তি মালিকানাধীন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ২টার সময় আগুনের সংবাদ আসে। এরপর ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি জানিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বলছে, ওই স্থানে এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস জানাতে পারেনি। আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় বেকায়দার পড়তে হচ্ছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন নির্বাপণের কাজ চলছে। আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়