
ছবি: আপন দেশ
বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ গড়তে হবে। জুলাই সনদই হবে আগামী দেশ গড়ার মুলমন্ত্র।
শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় অডিটোরিয়ামে উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি সিনিয়র এক নেতাকে উদ্দেশ্য করে সেলিম উদ্দিন বলেন, আপনারা সন্ত্রাসী ভাষার কথা বলবেন না। অতীতে আওয়ামী লীগের নেতাকমীরা এমন ভাষায় কথা বলেছেন। আজ তারা পালিয়েছেন। তাই মনে রাখতে হবে, জনগণ কি চায় সেটা চিন্তা করে কথা বলবেন।
তিনি আরও বলেন, নিবাচন সামনে রেখে সকল রোকনদের দল-মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে দাওয়াতের আওতায় নিয়ে আসতে হবে। মানুষের কাছে বেশি বেশি যেতে হবে। নিজেদের কাজ আরও কয়েকগুন বাড়ানোর আহবান জানান এ জামায়াত নেতা।
আরওপড়ুন<<>>‘সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের মজলি শুরা সদস্য মাজহারুল ইসলাম। সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী আরব আলী।
সম্মেলন শহীদ আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির জীবন-কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং জুলাই-আগস্টের শহীদদের জন্য দোয়া করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।