
যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা।
ইংরেজি শেখার কথা উঠলেই আমরা প্রথমেই ব্যাকরণ, কঠিন শব্দ আর কোচিং সেন্টারের কথা ভাবি। কিন্তু সত্যি কথা হলো, এভাবে ইংরেজি শেখাটা বেশ কঠিন। অনেক দিন ধরে চেষ্টা করেও অনেকেই ভালো করে ইংরেজি বলতে, লিখতে বা শুনতে পারেন না।
আপনি যদি এমন সমস্যার মুখোমুখি হন, তাহলে আজই পুরোনো সব পদ্ধতি বাদ দিয়ে নতুন করে শুরু করুন। আমরা আপনাকে এমন কিছু সহজ উপায় বলে দেবো, যা আপনাকে মাত্র ৩০ দিনে ইংরেজিতে অনেকটাই দক্ষ করে তুলবে। এর জন্য কোনো কঠিন বই বা কোচিংয়ের প্রয়োজন নেই। আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে ও শেখার ইচ্ছা থাকলে এ কাজগুলো করুন।
কেন পুরনো পদ্ধতি কাজ করে না?
আমাদের ইংরেজি শেখার শুরুটা হয় ভুল পথে। আমরা প্রথমে ব্যাকরণ শিখি। যা আমাদের ভাষার প্রতি ভীতি তৈরি করে। কিন্তু একটি শিশু কিন্তু এভাবে ভাষা শেখে না। সে প্রথমে দেখে, শোনে ও তারপর বলতে শুরু করে। ভাষা শেখার এটাই সবচেয়ে প্রাকৃতিক উপায়।
আপনি যদি ৩০ দিনে ইংরেজি শেখার বই বা স্পোকেন ইংলিশের কোচিংয়ের পেছনে সময় নষ্ট করে থাকেন, তাহলে সেগুলো আজই সরিয়ে ফেলুন। কারণ, এ ধরনের বই বা কোচিং আপনাকে সাময়িক আগ্রহ দিলেও আপনি দীর্ঘমেয়াদি ফল পাবেন না।
প্রযুক্তির সাহায্যে ইংরেজি শিখুন
আপনার হাতে থাকা স্মার্টফোন বা আইপ্যাডই হতে পারে আপনার ইংরেজি শেখার সবচেয়ে বড় হাতিয়ার। প্রতিদিন আমরা ইউটিউব, ফেসবুকে অনেক সময় ব্যয় করি। এ সময়টাকেই এবার কাজে লাগান।
আজ থেকে আগামী ৩০ দিন প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে শুধুমাত্র ইউটিউবে ইংরেজি শেখার জন্য ব্যয় করুন। কিন্তু কী দেখবেন?
শিশুদের ভিডিও থেকে শুরু করুন
অনেকে হয়তো ভাবতে পারেন, শিশুদের ভিডিও দেখে আবার ইংরেজি শেখা যায় নাকি? হ্যাঁ, এটাই সবচেয়ে কার্যকর উপায়। কারণ, শিশুদের ভিডিওগুলো সাধারণত গল্পভিত্তিক ও খুবই আনন্দদায়ক হয়। এ ভিডিওগুলোতে ছবি, রঙ ও প্রেক্ষাপটের সঙ্গে শব্দের সরাসরি সম্পর্ক থাকে। যার ফলে ভাষা শেখাটা সহজ হয়ে যায়।
এ ধরনের কিছু জনপ্রিয় চ্যানেল ও শো হলো:
-
Blippi: এ চ্যানেলটি দিয়ে শুরু করতে পারেন। Blippi খুবই সহজ ভাষায় সবকিছু শেখায়।
-
Dora the Explorer: ডোরা ও তার বন্ধুদের মজার অ্যাডভেঞ্চার দেখতে দেখতে আপনি নতুন নতুন শব্দ শিখবেন।
-
Daniel Tiger's Neighborhood: এ শো-টি শিশুদের জন্য বানানো হলেও এর ভাষা খুবই সহজ ও বোধগম্য।
-
Sesame Street: এ জনপ্রিয় শো-টি অনেক আগে থেকেই শিশুদের ভাষা ও শিক্ষায় সাহায্য করে আসছে।
-
Peppa Pig: ছোট্ট পেপা পিগের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো দেখতে দেখতে আপনি অনেক ইংরেজি শব্দ শিখতে পারবেন।
আপনার যদি বাসায় কোনো শিশু থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে এ ভিডিওগুলো দেখুন। এতে করে আপনাদের দু'জনেরই শেখা সহজ হবে। ইংরেজি শেখার এ যাত্রায় আপনারা একে অপরের সঙ্গী হবেন। দেখুন আপনার শিশু কত দ্রুত ভাষা শিখে যায় ও আনন্দিত হোন!
এখনই শুরু করুন
আজই এ পদ্ধতিগুলো অনুসরণ করা শুরু করুন। কোনো রকম দ্বিধা না করে প্রতিদিন মাত্র ৩০ মিনিট সময় দিন। আশা করি, ৩০ দিন পর আপনি নিজেই আপনার উন্নতির পার্থক্য বুঝতে পারবেন।
আপন দেশ/এমবি