Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুরে বিএনপির দোয়া মাহফিল 

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫০, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৫৪, ১৫ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুরে বিএনপির দোয়া মাহফিল 

ছবি: আপন দেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে মাসুদ অরুনের নেতৃত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন।

আরওপড়ুন<<>>খালেদা জিয়ার জন্মদিনে নান্দাইলে বিএনপির দোয়া মাহফিল

সভায় আরও বক্তব্য দেন, জেলা মহিলা দলের সভানেত্রী সাইয়েদাতুন নেসা নয়ন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হান উল কবির, তাঁতিদলের সভাপতি আরজুল্লা মাস্টার বাবলু, সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস।

আলোচনা সভা শেষে দলের চেয়ারপারসনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দেশের কল্যাণে কাজ করার জন্য দোয়া পরিচালনা করেন মেহেরপুর বোসপাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়