Apan Desh | আপন দেশ

বাফুফের সহ-সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৪২, ১৩ আগস্ট ২০২৫

বাফুফের সহ-সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম

ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম। যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি। এ ব্যবসায়ী সংগঠক কোনো প্রকার জামানত ছাড়াই ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ৫৬ কোটি টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সময়মত শোধ করেননি। ফলে ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। 

মঙ্গলবার (১২ আগস্ট) শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের কপি পাঠানো হয়েছে ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখায়। ফাহাদের স্ত্রী বিদেশি নাগরিক নোরা লাহলালি। 

আদালত সূত্রে জানা গেছে, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম দেশে-বিদেশে বিলাসী জীবন যাপন করলেও ব্যাংকের টাকা পরিশোধ করছেন না। এ কারণে গত জানুয়ারিতে ওই খেলাপি ঋণ আদায়ে মামলা করে ইউসিবি। কোনো জামানত ছাড়াই ২০১৮ সালে ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের বিপরীতে এ ঋণ দেয়া হয়। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কে স্পোর্টস অ্যান্ড করিম অ্যাসোসিয়েটস’। 

ঋণ নেয়ার পর দু’দফা পুনঃতপশিল করা হয়। ঋণ পরিশোধের সুবিধার্থে তাকে সুদ মওকুফ সুবিধাও দেয়া হয়। এরপরও তিনি ঋণ পরিশোধ না করে বারবার সময় বাড়িয়ে আসছেন। তাই বাদীপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়