
ভারতীয় অভিনেত্রী জসমিন ভসিন
কর্মক্ষেত্রে নারীরা কি সুরক্ষিত? এ প্রশ্ন প্রায়ই উঠে। বিশেষ করে রুপালী জগতে মেয়েদের নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কখনও কখনও, যা তাদের অস্বস্তিতে ফেলে। কখনও যৌন হেনস্থা, কখনও কাস্টিং কাউচ, এমন নানা অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রীরা। এবার ভারতের ছোট পর্দার অভিনেত্রী জসমিন ভসিন মুখ খুললেন সে বিষয়ে। ভয়াবহ কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানালেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন।
জেসমিন বলেন, পরিচালকের কোনোভাবেই অভিনয় পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।
আরও পড়ুন<<>>অনাহারী সে অভিনেত্রী এখন ১০০ কোটির মালিক
তার কথায়, তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। সেদিনই সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাব না।
মদ্যপ পরিচালককে দেখে ঘাবড়ে যান জেসমিন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, আজই অভিনয় করে দেখাতে হবে।
জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের তা পছন্দ হয়নি। তিনি আরও খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। এরমধ্যেই পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং জেসমিনকে হুমকি দিতে থাকেন। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন অভিনেত্রী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।