Apan Desh | আপন দেশ

ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ১২ আগস্ট ২০২৫

ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন

ডোনাল্ড ট্রাম্প-সুস্মিতা সেন। ছবি সংগৃহীত

বলিউডের আদেনময়ী অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সম্প্রতি এ অভিনেত্রী তার ‘মিস ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজির দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। ‘আর্যা’ টেলিভিশন সিরিজের প্রচারণায় মিড-ডের সঙ্গে আলাপচারিতায় সুস্মিতা জানান, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সংস্থার সঙ্গে কাজ করতে হয়েছিল তাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সুস্মিতা সেন বলেন, মিস ইউনিভার্স অর্গানাইজেশন আমাকে ফোন করে প্রস্তাব দিল, ‘আপনি কি ফ্র্যাঞ্চাইজি নিতে চান?’ আমি ভাবলাম এটা তো স্বপ্নের মতো। তবে ফ্র্যাঞ্চাইজি নেয়ার সময় যে চুক্তি সই করেছিলাম, সেটা ছিল বেশ কঠিন। আর ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকায় বিষয়টি সহজ বা আনন্দদায়ক ছিল না।

আরওপড়ুন<<>>‘হঠাৎ দরজা বন্ধ করে দেন পরিচালক’

বলিউডের আবেদনময়ী এ অভিনেত্রী জানান, সৌভাগ্যবশত সেসময় তার সরাসরি বস ছিলেন প্যারামাউন্ট কমিউনিকেশনস এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেন। কারণ তারা তখন মিস ইউনিভার্সের মালিক ছিল। তিনি বলেন, আমি এক বছরের জন্য মিস ইউনিভার্সে কর্মরত ছিলাম, আর ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে সুস্মিতা বলেন, আমাদের ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে যুক্ত থাকায় কয়েকবার সাক্ষাৎ হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলার ইচ্ছা নেই। কিছু মানুষ আছেন যারা প্রভাব ফেলে, সেটা তাদের সাফল্য বা ক্ষমতার জন্য নয়। বরং তারা কেমন মানুষ তার জন্য। তবে এটা বলতেই হবে, তাদের মধ্যে ট্রাম্পে জায়গা দেয়া যায় না। কারণ তিনি তেমন ব্যক্তিত্বের অধিকারী নন।

উল্লেখ্য, সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। এরপর একাধিক বক্স অফিস হিট সিনেমায় দেখা যায় এ অভিনেত্রীকে। এরমধ্যে রয়েছে, ‘ম্যায় হুঁ না’, ‘বেওয়াফা’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’সহ একাধিক জনপ্রিয় সিনেমা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়