Apan Desh | আপন দেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৫, ১৫ আগস্ট ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন এক গৃহবধূ (১৯)। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিয়ের দাবিতে অনশনে বসা গৃহবধূর ৪ বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। এক বছর আগে পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে বাপ্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাপ্পি উপজেলার আওতাপাড়া গ্রামের মো. মুন্নু সরদারের ছেলে।

জানা গেছে, বাপ্পি সরদারের সঙ্গে প্রায় ৬ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওই গৃহবধূর। পরে তারা রুপপুর এলাকায় তিন মাসের জন্য স্বামী-স্ত্রীর পরিচয়ে একটি বাসা ভাড়া নেন। সে ভাড়া বাসাতে মাঝেমধ্যে বাপ্পি রাতযাপন করতেন। বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন ওই যুবক। তবে কিছুদিন ধরে প্রেমিক বাপ্পি ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ বন্ধ করে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে দুদিন ধরে বিয়ের দাবি নিয়ে বাপ্পির বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী প্রেমিকা।

এদিকে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

আরওপড়ুন<<>>প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও পুলিশ কর্মকর্তা!

স্থানীয়রা বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। বিয়ের আশ্বাসে একসঙ্গে ভাড়া বাসায় বসবাস করে এখন বিয়ে করতে অস্বীকার করা হচ্ছে, যে কারণে ওই গৃহবধূ দুদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন।

অনশনে থাকা তরুণী বলেন, বাপ্পির সঙ্গে ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে বাপ্পি ভাড়া বাসায় আমাকে নিয়ে বসবাস করছে। তার জন্য আমার ৪ বছরের সন্তান রেখে চলে এসেছি। এখন সে বিয়ে করতে অস্বীকার করছে। তাই বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে এসেছি। বাপ্পি যদি বিয়ে না করে তবে এখান থেকে আমার মরদেহ যাবে।

এ বিষয়ে জানতে প্রেমিক বাপ্পি সরদারের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি মো. আ স ম আব্দুন নূর বলেন,কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়