
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও সারা আলী খান
সাইফ আলী খানের কন্যা সারা আলি খান। পিতার মত তিনিও বলিউডের অভিনেত্রী। একদিন আগেই (১২ আগস্ট) ত্রিশে পা দিয়েছেন সারা। মা অমৃতা সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিনা কপূরকে বিয়ে করেন বাবা সাইফ আলি খান। দেখতে দেখতে এক দশকের বেশি সময় পার করেছে এ দম্প্রতি। তাদের দুই সন্তানও রয়েছে।
সারার সৎভাইয়েরা তার বিশ বছরের বেশি ছোট। করিনা-সারার সম্পর্কও বন্ধুর মতো। ছোটবেলায় সিনেমার পর্দায় করিনাকে দেখেই ভালবেসে ফেলেছিলেন সারা। সে করিনাই এখন তার সৎমা। এ নিয়ে খোলামেলা কথাও বলেছেন কারিনা। স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তাদের মা রয়েছে। তবে তারা অনেক ভালো বন্ধু।
তবে সারাকে বিভিন্ন সময় নানা উপদেশ দিয়েছেন কারিনা। তার প্রেম জীবন নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। এবার সারার জন্মদিনে কারিনা লিখলেন, শুভ জন্মদিন প্রিয়, এটা মনে রাখার মতো একটা বছর হোক তোমার জীবনে। এতটা ভালবাসা।
সারা বরাবরই কারিনাকে পছন্দ করেন। বাবার বিয়েতে পুরোটা সময়ই সাথে ছিলেন। সারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, আমি কারিনাকে এতটাই ভালোবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুর এটা নিয়ে রসিকতাও করে।
পর্দায় করিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন সে কথাও স্বীকার করেছেন সারা। কিন্তু শুধু এটুকুই নয়, সারা মনে করেন তিনি করিনাকে ভালবাসেন, কারণ বাবা সুখে আছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।