
আশিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদভুক্ত ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী আশিকুর রহমান। এদিকে বিশ্বব্যাংকের অর্থায়নে Lincoln University of New Zealand থেকে পিএইচডির জন্য স্কলারশিপ পেয়েছিলেন তিনি।
আশিকুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি হলোখানা স্কুল থেকে এসএসসি এবং খলিলগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ২০০৯-১০ সেশনে ভর্তি হোন। তিনি ৩.৯৬ পয়েন্ট পেয়ে স্নাতক এবং ৩.৯৩ পয়েন্ট পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এদিকে অনার্স ও মাস্টার্সে অসামান্য অবদান রাখায় পেয়েছিলেন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক।
আরওপড়ুন<<>>খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইবিতে দোয়া-বৃক্ষরোপণ
আশিকুর ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে যোগদানের পূর্বে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ০১ জানুয়ারি বিএডিসিতে যোগদান করে দক্ষতা ও সুনামের সঙ্গে চাকরি করেছেন। এছাড়া তুলা উন্নয়ন বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা (৯ম গ্রেড) এবং বাখরাবাদ গ্যাস ফিল্ড (পেট্রোবাংলা) এর সহকারী ব্যবস্থাপক (এডমিন) পদে চাকরি হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার নেশায় যোগদান করেননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান বলেন, আমি ২০০৯-১০ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের আওতাভুক্ত ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে অনার্স শেষ করি। যা একাধারে কৃষি অনুষদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে ওই সময়ে সর্বোচ্চ ফলাফল ছিল। ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকপ্রাপ্ত হই। আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ দেয়া হয়। দক্ষ গ্রাজুয়েট তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।