
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আটকা পড়েছে অনেকে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে দিল্লির নিজামউদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে।
দিল্লির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই প্রথমে জানায়, ধ্বংসস্তূপের নিচে অন্তত আটজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর পরে উদ্ধারকারী দল পাঁচটি মরদেহ উদ্ধার করে।
প্রকাশিত খবরে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৪টার দিকে একটি গম্বুজের একাংশ ধসে পড়ে। তার তলায় চাপা পড়েন আট থেকে ন’জন। ফলে এখনও কয়েক জন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। ছুটির দিন হওয়ার সে সময় সমাধিক্ষেত্রের অন্দরে অনেক পর্যটক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দমকলের মোট পাঁচটি বাহিনী উদ্ধারের কাজ শুরু করেছে।
আরওপড়ুন<<>>জম্মু-কাশ্মীরে ‘মেঘ বিস্ফোরণে’ নিহত ৪৬
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। ১৫৩০ সালে বাবা বাবরের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। হুমায়ুনের শাসনামলে শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিলেন তিনি। পরে আবার সাম্রাজ্য ফিরেও পান। কিন্তু এর মাত্র এক বছর পর তার মৃত্যু হয়।
হুমায়ুনের সমাধি দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এবং ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে পরিচিত। ১৫৬৫ সালে হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগম এটির নির্মাণ কাজ শুরু করেন।
এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে ১৯৯৩ সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়া হয়। বর্তমানে এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।