
ছবি: আপন দেশ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তবে শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তবে আজ দুপুরের দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক রেখে যান। এ সময় রাসেলের পরিচয় শনাক্ত হলেও বাকিদের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।
আরওপড়ুন<<>>প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও পুলিশ কর্মকর্তা!
কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গভীর রাতে দু’জন ব্যক্তি এসেছিল। একজন ফুল দিয়েছে, আরেকজন মোবাইল ফোনে ভিডিও করছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহবায়ক আরাফাত হোসাইন ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, কলারোয়ায় মুজিব প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা। বাহ, বাহ, ইউএনও বাহ! ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষছে?
তিনি আরও লেখেন, ইউএনও কীভাবে মুজিব রেখে অফিস করত? এ জুলাই বিপ্লবের পরেও তিনি কীভাবে বলেন— ভাঙার দরকার নেই, এখানে আমরা অন্য কিছু বানাব।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তার নম্বরটি বন্ধ থাকায় মন্তব্য জানা সম্ভব হয়নি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।