
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেন যুদ্ধের সমাপ্তি লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করতে ওয়াশিংটন থেকে আলাস্কার পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩১ মিনিটে হোয়াইট হাউস থেকে গাড়িতে করে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে রওনা হন ট্রাম্প। এর কিছুক্ষণ পরই ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান আলাস্কার উদ্দেশে উড্ডয়ন করে।
এদিকে আলাস্কায় ট্রাম্পের সফর সঙ্গী কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবিসি বলছে, ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে রয়েছে- পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফসহ ১৬ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় বেলা ১১টার পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।
আরওপড়ুন<<>>দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি ধসে ৫ জনের প্রাণহানি
বিবিসি বলছে, হাই-প্রোফাইল বৈঠকের স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনকে। এটি আলাস্কার সবচেয়ে জনবহুল শহরের উত্তরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা এবং কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে কাজ করতো।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, দুই বিশ্বনেতার নিরাপত্তা মানদণ্ড পূরণ করে, এমন সব ব্যবস্থা এ ঘাঁটিতে রয়েছে। তাড়াহুড়ো করে আয়োজিত বৈঠকের জন্য অন্য কোনো বিকল্প ছিল না।
এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের শীর্ষ সম্মেলনের আগে এমন কথা বলেন তিনি। তবে সে শান্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিতীয় বৈঠকের প্রয়োজন হবে বলেও জানান ট্রাম্প।
অপরদিকে, জেলেনস্কি এবং তার ইউরোপীয় মিত্ররা এ সপ্তাহে তাদের প্রচেষ্টা জোরদার করেছেন, যাতে শুক্রবারের আলাস্কা শীর্ষ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এমন কোনো চুক্তি না হয় যা ইউক্রেনকে ভবিষ্যতে আক্রমণের ঝুঁকিতে ফেলে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।