
আজমেরী হক বাঁধন। ফাইল ছবি
ছোটপর্দার জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধন। শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করতে না পেরে কেঁদেছিলেন এ অভিনেত্রী। দুবার অডিশন দিলেও ওই সিনেমায় ডাক পড়েনি তার। বিষয়টি নিয়ে তখন হাউমাউ কেঁদেছিলেনও তিনি। তবে এখন আর কষ্ট নেই বলে জানিয়েছেন বাঁধন।
সম্প্রতি বেসরকারি একটি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তখনকার স্মৃতি মনে করে বাঁধন বলেন, আমি তো দুবার অডিশন দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা তো আমার জন্য সৌভাগ্যের। তবে আমাকে যখন রিজেক্ট করছে, হাউমাউ করে কেঁদেছিলাম।
এ অভিনেত্রী বলেন, ওই সিনেমার যখন ট্রেলার বের হলো তখন আমার একটা কাজিন আছে সামিয়া। ও আমাকে বলছিল, বাঁধন আপু, আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করে। তুমি তো তা জানো। আমি তখন বলেছিলাম, আমি জানি। তখন আমার বোনটা বলেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এমন একটা সিনেমায় অভিনয় করো নাই। সেটা শুনে আমি এত কান্না করেছিলাম, যোগ করেন বাঁধন।
আরওপড়ুন<<>>অনাহারী সে অভিনেত্রী এখন ১০০ কোটির মালিক
জনপ্রিয় এ অভিনেত্রী দাবি করেন, কষ্টটা ছিল- ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো, সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।
মুক্তির পর থেকেই ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়েছে। বিশাল বাজেটের সিনেমা হলেও তা শৈল্পিক দিক দিয়ে কতটা উতরে যেতে পেরেছে, তা প্রশ্নবিদ্ধ।
উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমার অন্য চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরীসহ আরো অনেকে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।