
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে, মহাবিপদ ডেকে আনবে।
শুক্রবার (১৫ আগস্ট) বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, মইন উদ্দিন-ফখরুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি। সে সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এনেছিল,ফ্যাসিবাদ কায়েম করেছিল। জাতি পেয়েছিল ভয়ংকর ফ্যাসিস্ট সরকার।
আমরা ১/১১ সরকারের সংস্কারের জিকির ভূলে যাইনি মন্তব্য করে তিনি নেতা বলেন, তৎকালীন সিইসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুড়ে ফেলে দিয়েছিলেন। সে মইন উদ্দিন-ফখরুদ্দিনের সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতায় এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল।
আরওপড়ুন<<>>‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্কতা থাকতে হবে’
ইলিয়াস আলী, চৌধুরি আলম, জাকির, সুমনসহ অংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম করে খুন করে ভয়াভহ দু:শাসন কায়েম করেছিল বলেও জানান বিএনপির শীর্ষ এ নেতা।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতাকে কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আমরা এমন সংস্কার চাইনা।
দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে প্রয়োজনীয় সংস্কার দরকার বিএনপি সেটির বিরোধীতা করে না। তাই সামনে অনেক সময় রয়েছে, প্রয়োজনীয় সংস্কার করে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনের সে সময় ঘোষণা করা হয়েছে, সে ঘোষিত সময়েই নির্বাচন দাবি করেন রিজভী।
বিএনপি শীর্ষ এ নেতা বলেন, বেগম খালেদা জিয়া হলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন রিজভী।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিক আহসানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহলে। এ সময় ইয়াসিন আলী, ডা. জাহিদুল কবিরসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।